ঢাকা, রবিবার, ১২ মে, ২০২৪

সাকিবের রেকর্ড ভাঙলেন তাইজুল ইসলাম

সাদা পোশাকের ক্রিকেটে দীর্ঘদিন ধরে দেশের হয়ে খেলে যাচ্ছেন তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শিকার করেছেন আরো চার উইকেট। তৃতীয় উইকেট শিকারের মাধ্যমে সাকিবকে ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়েছেন এই বাঁহাতি স্পিনার।


শুক্রবার ক্যারিবীয় ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে বোল্ড করে দেশের মাটিতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তাইজুল। এতদিন ঘরের মাঠে সবচেয়ে কম ম্যাচ খেলে উইকেটের সেঞ্চুরি করার রেকর্ডটি সাকিব আল হাসানের দখলে ছিল।


তাইজুল তার ক্যারিয়ারে মোট ৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত শিকার করেছেন ১২২টি উইকেট। এর মাঝে ১০১টিই দেশের মাটিতে, ম্যাচ খেলেছেন ২১টি। বাকিগুলো দেশের বাইরে।


ঘরের মাঠে ১০০ উইকেট নিতে সাকিব আল হাসান খেলেছিলেন ২৮টি টেস্ট ম্যাচ। টাইগার অলরাউন্ডারের চেয়ে সাত ম্যাচ কম খেলেই এ রেকর্ড করলেন তাইজুল। উল্লেখ্য, ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব। তিনি নিয়েছেন ১৪২টি উইকেট।


তাইজুলের পর আছেন আরেক অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি ঘরের মাঠে নিয়েছেন ৬৯ উইকেট। তালিকার ৪ নম্বরে আছেন কিংবদন্তি অফ স্পিনার মোহাম্মদ রফিক। ক্যারিয়ারের ১০০ উইকেটের ৬৬টি নিয়েছেন বাংলাদেশের মাটিতে। দীর্ঘদিন টেস্ট না খেলা মাশরাফী বিন মোর্ত্তজা ৫১ উইকেট নিয়ে আছেন এই তালিকার পাঁচে।

ads

Our Facebook Page